• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

যারা জনগণের পাশে থাকবে তারাই মনোনয়ন পাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৭, ২২:৪২

যারা জনগণের পাশে থাকবে তারাই আসছে নির্বাচনে মনোনয়ন পাবে। জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেয়া হবে না। বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে দলের সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দলের তৃণমূল নেতা-কর্মীদের আরো কাছে টেনে আনতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে। জনগণ ও তৃণমূল থেকে দূরে থাকলে মনোনয়ন পাওয়া যাবে না।

তিনি বলেন, যেই হোন না কেন, মুখ দেখে এবার মনোনয়ন দেয়া হবে না।জনপ্রিয়তা দেখা হবে।

শেখ হাসিনা বলেন, আপনারা কে কি করছেন, এর রিপোর্ট আমার কাছে রয়েছে। ছয় মাস পর পর আমি তত্য নেই।যার অবস্থা ভাল তাকেই মনোনয়ন দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ তোলে ধরতে হবে।

এ সময় তিনি দলে যোগ দেয়া স্বতন্ত্র সদস্যদের পরিচয় করিয়ে দেন। ১১ জন স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা আজ দলের সংসদীয় কমিটির সভায় অংশ নেন।

তারা হলেন গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, কুষ্টিয়া-১ এর রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ এর তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ এর স্বপন ভট্টচার্য্য, ঢাকা-৭ এর হাজি মোহাম্মদ সেলিম, নরসিংদী-২ এর কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ এর সিরাজুল ইসলাম মোল্লা, মৌলভীবাজার-২ এর আব্দুল মতিন, কুমিল্লা-৩ এর ইউসুফ আবদুল্লাহ হারুন এবং কুমিল্লা-৪ এর রাজী মোহাম্মদ ফখরুল।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে পাঁচ চুক্তি
সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
X
Fresh