• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলিনি’

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৯:৪২

আওয়ামী লীগ সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া বলেছেন, আমি যদি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে থাকি এবং তা যদি কেউ প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে দেব।

বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুবেদ আলী ভুঁইয়া বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাঁকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার সময় জিয়া নিজেকে রাষ্ট্রপতি বলেছিলেন, যে ভুল পরে শোধরানো হয়। ওই কথাটিই সংসদীয় কমিটির বৈঠকে বলেছিলাম।

বুধবার সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেন সুবিদ আলী ভুঁইয়া। ওই বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh