• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মওদুদের নাইকো মামলা এক সপ্তাহ স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৭, ১৪:২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম এক সপ্তাহ স্থগিত করা হয়েছে। জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নিজেই শুনানি করেন মওদুদ আহমদ। আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম।

আসছে রোববার বিষয়টি শুনানির জন্য ফের কার্যতালিকায় আসবে।

গেলো ১২ এপ্রিল নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরের দিন ১৩ এপ্রিল ফের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন করেন রিভিউ আবেদন করেন মওদুদ। পরে শুনানি শেষে ৭ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়।

গেলো বছরের ১ ডিসেম্বর মওদুদের করা এক ফৌজদারি রিভিশন আবেদন আমলে নিয়ে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ নাইকো মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।

একইসঙ্গে নাইকো মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন আদালত। পরে চূড়ান্ত শুনানি শেষে আদালত কার্যক্রম স্থগিত করে দেয়া আদেশ খারিজ করে দেন।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh