• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দেশে এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ২২:৫৯
দেশে এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ ডোজ টিকা প্রদান করা হয়েছে। টিকার এসব ডোজের মধ্যে রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

টিকার এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ ডোজের মধ্যে এক ডোজ নিয়েছেন ৯১ লাখ ৬৯ হাজার ৭৫৯ জন এবং দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কারণ এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দেয়নি।

এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৫৩ হাজার ৪২৩ ডোজ, সিনোফার্মের ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ ডোজ এবং মডার্নার ৮ লাখ ৪৪ হাজার ২০৯ ডোজ।

সোমবার (২ আগস্ট) পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh