• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সততার পুরস্কার পেলেন দু’ পরিচ্ছন্নকর্মী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৭, ১৮:৪৯

উড়োজাহাজের ভেতর থেকে ৬০টি স্বর্ণের বার স্বেচ্ছায় জমা দিয়ে সততার জন্য রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ইউএস-বাংলার দু’ পরিচ্ছন্নতাকর্মী।

বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

তারা হলেন, বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল কাদের ও মো. আলমাস হোসাইন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, শাহজালালে বেসরকারি এয়ারলাইন্সের এ দু’ পরিচ্ছন্নতাকর্মী প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ দেখেও আত্মসাতের চেষ্টা করেননি।

বরং শুল্ক কর্তৃপক্ষকে খবর দিয়ে বিরল ঘটনার জন্ম দিয়েছেন। এরকম ঘটনা আজকাল খুব কমই দেখা যায়। সততার ফল সবসময় ভালই হয়।

গলো সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই দু’ কর্মচারি গোপন সংবাদের ভিত্তিতে বিএস২০২ ফ্লাইটের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেন। পরে উদ্ধার করা ৭ কেজি স্বর্ণ বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তারা।

প্রতিটি স্বর্ণ বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh