• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাওরে ফ্রি চিকিৎসা দেবে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৭, ১৬:১০

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষকে সারাবছর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে সরকার। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ক্ষতিগ্রস্ত মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিতে হাওরপাড়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প খোলা হবে। ফসলহারা মানুষদের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ ব্যসরবরাহ করবে সরকার।

তিনি বলেন, এখান থেকে ফসলহারা লোকজন বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন। আসছে বোরো ফসল ওঠার আগ পর্যন্ত তাদের বিনামূল্যে খাদ্য সহায়তাও করা হবে। সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়ার মতো ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দেয় না। হাওরে মানুষের এই দুঃখ-দুর্দশায় তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এরইমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হাওর এলাকা ঘুরে গেছেন।

তিনি আরো বলেন, হাওরের কোনো মানুষ না খেয়ে থাকবে না। সরকার সবার খাদ্যের ব্যবস্থা করবে। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
‘সোলসে’ নেই নাসিম আলী খান!
X
Fresh