• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একটি মানুষও গৃহহীন থাকবে না (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৭, ১০:৫২

সরকার সবার বাসস্থান নিশ্চিত করবে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে দেশের বিভিন্ন জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নিম্ন অসহায় মানুষদের নিজস্ব ঠিকানা করে দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত রাখবে সরকার। আজ (বুধবার) দেশের ৭ জেলার ১০ উপজেলায় ১১ টি গুচ্ছগ্রাম করে দেয়া হলো। আসছে দিনে এ প্রকল্প আরো বাড়ানো হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় পৌনে ৩ লাখ মানুষ গৃহহীন আছেন। পর্যায়ক্রমে তাদেরও বাড়িঘর তৈরি করে দেয়া হবে। আজ ৩৯০ টি পরিবারের ১ হাজার ৪শ’ ৫১ জন মানুষ নিজের থাকার ঠিকানা খুঁজে পেলো।

প্রধানমন্ত্রী বলেন, যারা সুবিধা বঞ্চিত আছে তাদের নিজের শ্রম ও মেধা দিয়ে স্বাবলম্বী হতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। সরকার আপনাদের সঙ্গে আছে, সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

তিনি আরো বলেন, আজ আপনাদের যে ঘর দেয়া হলো অভাবের তাড়নায় সে ঘরের টিন, খুঁটি বিক্রি না করে নিজের পরিশ্রমে স্বাবলম্বী হন। তাহলে আর আপনাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আপনারা উন্নত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের সব মানুষ অন্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা পাবে। কিন্তু তার আগেই তাকে সপরিবারে হত্যা করা হলো। আওয়ামী লীগ সরকার তার সেই স্বপ্ন পূরণে কাজ করছে।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
X
Fresh