• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৭, ১৯:৫৫

দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে আসছে ৯ মে পর্যন্ত। সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে সংসদীয় কার্যোপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানে অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ ঠিক করা হয়। বৈঠকে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে সবাইকে স্বাগত জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি মনোনয়ন দেন সভাপতিমণ্ডলী। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলী সদস্যদের মধ্যে যিনি অগ্রজ তিনি সংসদ পরিচালনা করবেন। তারা হলেন- তাজুল ইসলাম, তালুকদার মো. ইউনূস, নজরুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম ও সফুরা বেগম।

গেলো ১১ মার্চ শেষ হয় ৩২ কার্যদিবস পর্যন্ত চলা সংসদের ১৪তম অধিবেশন। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হবার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন ডাক দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই গেলো ১৬ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেন।

এইচটি/কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh