• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘শিগগিরি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৭, ১৮:২০

শিগগিরি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবেন এবং সেই রূপরেখোর পক্ষে আন্দোলনের আহ্বান জানাবেন। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কাজির দেউড়ি দলীয় কার্যালয় মাঠে সমাবেশে তিনি একথা বলেন।

মোশাররফ বলেন, দেশে গণতন্ত্র নেই। শহীদ জিয়ার আদর্শের দল হিসেবে বিএনপির দায়িত্ব গণতন্ত্রকে পূনরুদ্ধার করা। বিএনপির দায়িত্ব জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেয়া।

তিনি বলেন, দেশের অবস্থা ভালো নয়। আওয়ামা লীগের নেতারা এই দেশকে অন্যদেশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপি ছাড়া বিকল্প নেই।

মোশাররফ আরো বলেন, শেখ হাসিনা যখন ভারত সফরে গেলেন অনেকে আশা করেছিলেন তিস্তা চুক্তি হবে। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। ভারত যা চেয়েছে সব কিছু দিয়েছেন, বিনিময়ে ভারত থেকে কিছুই পায়নি বাংলাদেশ।

এর আগে মঞ্চে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল হাসানের সঙ্গে উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সঞ্চালনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবদলের নেতা কর্মীরা আব্দুল্লাহ আল হাসানকে ধাক্কা দিলে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে ১০জন আহত হন।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh