• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার ডিএনসিসির নির্ধারিত স্থানে পশু কোরবানি হয়েছে ৪১৪১টি

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ২০:৫৬
এবার ডিএনসিসির নির্ধারিত স্থানে পশু কোরবানি হয়েছে ৪১৪১টি
ফাইল ছবি

এবারের কোরবানিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি’র) ২৭২টি নির্ধারিত স্থানে ৪ হাজার ১৪১টি পশু কোরবানি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে গুলশানের নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসরণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মেয়র আতিক বলেন, আগামী বছর সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পশু কোরবানি দিতে পারবে না। এবার কোরবানির প্রথম দিনেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তিন লক্ষাধিক পশু কোরবানি করা হয়।

তিনি বলেন, নগরবাসীকে পবিত্র ঈদুল আজহায় এখানে-সেখানে পশু কোরবানি করা থেকে বিরত রাখতে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে সময়োপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

আতিক বলেন, এবার কোরবানির পর স্থানীয় কাউন্সিলরসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এ বছর কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে সর্বমোট ১১ হাজার ৫০৮ জন কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অগ্নিঝুঁকি কমাতে ডিএনসিসির কড়া নির্দেশনা
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
X
Fresh