• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই: স্বাস্থ্য ডিজি

আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২১, ১৩:২৩
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের আনন্দ যেন বেদনায় পরিণত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বুধবার (২১ জুলাই) দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

ডা. এবিএম খুরশিদ আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায়, এজন্যে সবাইকে শারীরিক দূরত্ব ও মাস্ক পরতে হবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
শুক্রবার সাত বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
X
Fresh