• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্রেতার মুখে হাসি বিক্রেতার চোখে পানি (ভিডিও)

আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ২৩:২৮

কোরবানি ঈদের আগের দিন রাজধানীর পশুর হাটগুলোতে হঠাৎ করেই ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে গরুর দাম। একই পরিস্থিতি খাসির দামেও। বেপারিরা বলছেন, বেশি দাম পাওয়ার আশায় গত কয়েকদিন তেমন পশু বিক্রি করেননি তারা। এখন শেষ মুহূর্তে এসে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এদিকে, তুলনামূলক কম দামে গরু কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা।

গেল বছরের কোরবানির ঠিক আগের দিন রাজধানীর হাটগুলোতে গরুর সংকট হওয়ায়, দাম বাড়িয়ে দেন বেপারির। এবার তাই প্রথম থেকেই আকারভেদে অস্বাভাবিক দাম হাঁকিয়েছেন। তবে তাদের এই কৌশল শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে।

আগের অবিক্রীত গরুর সঙ্গে শেষ দিনও হাটে যুক্ত হয়েছে প্রচুর গরু। ফলে, দামও পড়ে গেছে অস্বাভাবিকভাবে। এদিকে হাটে যেসব বেপারি খাসি নিয়ে এসেছেন তারা পড়েছেন বড় বেকায়দায়।

হান্নান নামে এক ব্যবসায়ী বলেন, ঝিনাইদহ থেকে ১৭টা গরু নিয়ে এসেছি। মাত্র সাতটা বিক্রি করতে পেরেছি। ওইসব লসে বিক্রি করেছি। আজকে দাম কেউ বলছে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
বাগেরহাটে তীব্র তাপদাহ, জনজীবনে স্থবিরতা
সিজারের সময় গৃহবধূর মৃত্যু, জীবিত নবজাতক
X
Fresh