• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেষ মুহূর্তে ট্রেনে উপচে পড়া ভিড়

আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১৯:৩৮
শেষ মুহূর্তে ট্রেনে উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে পবিত্র ঈদুল ফিতরে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অনেকেই বাড়ি যেতে পারেনি। কিন্তু এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসসহ ট্রেন চালু করায় পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ।

ঈদের ছুটিতে শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। গেট থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করার পর ভিতরে গিয়ে অনেকেই আর স্বাস্থ্যবিধি মানছেন না।

এদিকে অনেকে ট্রেনের টিকেট কেটে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন উঠতে পারেনি। কেউ আবার ট্রেনের ভেতর জায়গা না পেয়ে ছাদে উঠে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন।

যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার বলেন, সরকারি নির্দেশনা মেনে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী পরিসেবা দিয়ে যাচ্ছি। তবে ঈদ যাত্রায় ভিড় হবে এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ২৫ জোড়া আন্তঃনগর ট্রেনের মধ্যে ১৫ জোড়া এবং ৯ জোড়া কমিউটার ও অন্যান্য যাত্রীবাহী ৮ জোড়া ট্রেন ঢাকা ছেড়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা যে সময়ে হতে পারে
X
Fresh