• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যারা পরিবেশ নোংরা করবে তাদের জন্য মেয়র আতিকুলের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  ২০ জুলাই ২০২১, ১৬:৫০
যারা পরিবেশ নোংরা করবে তাদের জন্য মেয়র আতিকুলের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

ঈদের দিন দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার লক্ষ্য ঠিক করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন আমার টার্গেট ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীকে বর্জ্য মুক্ত করা।

আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজেএমইএ কর্তৃক করোনা রোগীদের জীবন রক্ষাকারী বিআইপিএ এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বর্জ্য মুক্ত করতে আমাদের ১১ হাজার কর্মী কাজ করবে। আমরা আশা করছি ঈদের পর দিন তিনটার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা বর্জ্য মুক্ত করব।

মেয়র বলেন, নগরবাসীকে বর্জ্য ফেলার জন্য ব্যাগসহ অন্যান্য উপকরণ সরবরাহ করবে সিটি করপোরেশন। এরপরও কোনও বাসার সামনে যেখানে সেখানে ময়লা ফেলে রাখা হলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যে বাসার সামনে দেখব যত্রতত্র ময়লা ফেলে রেখেছে, সেখানে আমি ট্রাক দিয়ে ময়লা ফেলে দিয়ে আসব। কারণ, ২০০ লোকের জন্য লাখ লাখ মানুষ সাফার করুক এটা আমি চাই না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
পহেলা বৈশাখে যেমন থাকবে আবহাওয়া
X
Fresh