• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ আসছে শিগগিরই

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ১৮:৪৮
কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ আসছে শিগগিরই

শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষায় রয়েছেন তারা খুব শিগগিরই টিকা পাবেন।

তিনি বলেন, খুব দ্রুতই এটার অবসান ঘটবে। এখন আমরা টিকার চালানের অপেক্ষায় রয়েছি। পেয়ে গেলেই দ্বিতীয় ডোজের জন্য সুসংবাদটি আমরা দিতে পারব।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয় এই কোভিশিল্ড টিকার মাধ্যমে। বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকার জন্য চুক্তি করলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে সেরামের সঙ্গে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ।

তবে ভারত সরকার বাংলাদেশকে এ টিকা দুবারে উপহার দেয়। সব মিলিয়ে বাংলাদেশ কোভিশিল্ড পেয়েছে ১ কোটি দুই লাখ ডোজ। সে অনুযায়ী এখন মাত্র কোভিশিল্ডের ৮২ হাজার ৫৫৯ ডোজ টিকা অবশিষ্ট আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এমএন

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh