• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার সাথে যোগাযোগ বন্ধ থাকলেও সারাদেশে চলছে ১১ জোড়া ট্রেন

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৮:০৫
ঢাকার সাথে যোগাযোগ বন্ধ থাকলেও সারাদেশে চলছে ১১ জোড়া ট্রেন
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা থেকে দেশজুড়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করলেও পাঁচ জোড়া আন্তঃনগর ও ছয় জোড়া কমিউটার-মেইল ট্রেন চলার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আন্তঃনগর ট্রেনগুলোর সবই চট্টগ্রাম-সিলেট এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের।

বুধবার (২৩ জুন) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

যেসকল আন্তঃনগর ট্রেন চলাচল করছে- পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম-সিলেট), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি-আব্দুলপুর) এবং বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম-ময়মনসিংহ)৷

কমিউটার, লোকাল এক্সপ্রেস ও মেইল ট্রেনের মধ্যে চলাচল করছে- বগুড়া কমিউটার (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট), পদ্মরাগ কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), সাগরিকা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব -চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট) এবং কলেজ ট্রেন (বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া)৷

তবে লকডাউন ঘোষণা করা এলাকার আওতাধীন স্টেশনে ট্রেনগুলো যাত্রাবিরতী করবে না।

মঙ্গলবার (২২ জুন) সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা হলেও এ দুই রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন গতি কমিয়ে চলছে ট্রেন
দ্বিতীয় দিনে ট্রেনের ২৭ হাজার টিকিট বিক্রি
ঈদে ট্রেনযাত্রা : তিন ঘণ্টায় বিক্রি ১৪ হাজার টিকিট
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh