• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্যার শঙ্কা কেটেছে 

আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ২৩:২৯
বন্যার শঙ্কা কেটেছে 
ফাইল ছবি

বৃষ্টি কমে যাওয়ায় বন্যার শঙ্কা কেটেছে। আপাতত বন্যাপ্রবণ বড় কোনও নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানায়, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে। যমুনা নদীর পানি সমতল বাড়ছে, যা বুধবার নাগাদ স্থিতিশীল হয়ে যেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়ছে যা বুধবার (২৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা মঙ্গলবার স্থিতিশীল হয়ে যেতে পারে।

মধ্যমেয়াদী পূর্বাভাসে পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল ২৭ জুন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে এবং এরপর বাড়তে পারে। আগামী ১০ দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে। আগামী ১০ দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। এছাড়া ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে সমুদ্র উপকূলের মানুষ
X
Fresh