• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় ভিসার জন্য আবেদন করতে বললেন দোরাইস্বামী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১৬:০৩
Doraiswamy asked to apply for Indian visa
সংগৃহীত

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আগ্রহীদের ভিসার জন্য আবেদনও করতে বলেছেন তিনি। শনিবার এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইট বার্তায় দোরাইস্বামী লিখেন, ভারতের সীমান্ত খোলা রয়েছে। আমাদের দিক থেকে সীমান্ত বন্ধ করা হয়নি। যেসব জেলাগুলোতে কঠোর লকডাউন চলছে সেগুলো ছাড়া বাংলাদেশে আমাদের ১৫টি ভিসা সেন্টারের মধ্যে প্রায় সবগুলোই খোলা রয়েছে। প্লিজ আবেদন করুন।

এর আগে ভারতীয় হাইকমিশন সাময়িকভাবে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল গত এপ্রিল মাসের মাঝামাঝি। তখন তারা জানিয়েছিল যে, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত ‘লকডাউনের’ কারণে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

করোনা মহামারির কারণে ২০১৯ সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে তা পুনরায় শুরু হয়। পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভ্রমণ ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দেয়া হচ্ছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh