• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৮ কিলোমিটার যানজট  

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১২:০৫
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৮ কিলোমিটার যানজট  
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানজট  

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের রসূলপুর থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

যানবাহনের চাপ বাড়ায় রাত থে‌কে মাঝে মধ্যে সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। ফ‌লে রাত থে‌কে ভোগা‌ন্তি‌তে পড়ে‌ছেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। এ ছাড়া ঢাকামু‌খী কাঁচামাল বহনকারী পরিবহনগুলোও পড়েছে বিপাকে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত আরটিভি নিউজকে বলেন, সিরাজগঞ্জ অংশে মহাসড়‌কে যানজটের কারণে টোল আদায় দুই দফা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে মহাসড়‌কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে পুলিশ কাজ করছে। আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হবে।

এমআই/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
X
Fresh