• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে এখনই দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছে না মানুষ

আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ২০:৫৯
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত এক কোটি ৫৪ হাজার ৪৩ ডোজ টিকা দেয়া হয়েছে। আর এক কোটি ৪৩ হাজার ১৯৩ ডোজের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৩৪ হাজার ২৮ জন আর প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।

আজ বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সারা দেশে গেলো ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। আর দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গেলো ৮ এপ্রিল।

বর্তমানে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন দেয়া হচ্ছে। সেরামের সঙ্গে তিন কোটি ডোজের চুক্তি হয় বাংলাদেশ সরকারের। প্রতিমাসে সেরামের ৫০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে মাত্র এক কোটি দুই লাখ ডোজ।

দেশে এখন টিকার ডোজ মজুত রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৫৭ ডোজ।

এমন অবস্থায় টিকা সংকটের কারণে প্রথম ডোজ নেয়া সবাই এখনই দ্বিতীয় ডোজ নিতে পারছেন না জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
সুখবর দিলেন মেহজাবীন
X
Fresh