• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আদেশ পালন না করায় শাহপরান থানার ওসিকে হাইকোর্টে তলব

আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১৯:৫৮
আদেশ পালন না করায় শাহপরান থানার ওসিকে হাইকোর্টে তলব
ফাইল ছবি

সিলেটের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুল রহমানকে তলব করেছেন হাইকোর্ট।

ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিকালে আজ মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

জানা যায়, শাহপরান থানায় করা এক ডাকাতির মামলার আসামি মোহাম্মদ ইউসুফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করে। ওই জামিন আবেদনের শুনানিতে গেল ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট। সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এই আদেশ ওসিকে অবহিত করলে ওসি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানানোর কথা বলেন। কিন্তু এরপর ফোন করে এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানান। এরপর ওসিকে তলব করে ১৪ জুন পর্যন্ত জামিন আবেদনের ওপর শুনানি মুলতবি করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এন্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু, ফের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান প্রসঙ্গে যা বললেন হাইকোর্ট
X
Fresh