• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাভারের ব্যবসায়ীকে পুড়িয়ে হ'ত্যা: রহস্য উদঘাটন করলো সিআইডি

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১৯:৩৪
সাভারের ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন করলো সিআইডি
ছবি: সংগৃহীত

সাভারের ব্যবসায়ী আহসান হাবিবকে পুড়িয়ে হত্যার রহস্য উদঘাটন করেছে সিআইডি।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এই পেছনের কারণের কথা জানানো হয়।

সিআইডি জানায়, নুরুন নবী রনি (২৭) নামে একজনের কাছে ২০ লাখ টাকা পেতেন আহসান। ওই টাকা চাওয়ায় তাকে খুন করা হয়। রনিকে গ্রেপ্তারের এই তথ্য সামনে আসে।

আরও পড়ুন...ফ্ল্যাটে আটকে রেখে মডেলকে দিনের পর দিন ধ’র্ষণ

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গেল ৭ মে গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি এলাকার একটি বাসার নিচ তলায় দগ্ধ হন আহসান হাবিব। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে যান। পরদিন আহসান হাবিব মারা যান।

মুক্তা ধর আরও বলেন, নুরুন নবীর কাছে আহসান হাবিব ২০ লাখ টাকা পাওয়ায় তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে রনি তার আরও তিনজন সহযোগীকে নিয়ে আহসান হাবিবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গায়ে আগুন ধরিয়ে দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh