• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মহাখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ১১:৩৪
মহাখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
মহাখালীতে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি এবং উপসহকারী পরিচালক আবুল বাশারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁ ফায়ার স্টেশন ও সংশ্লিষ্ট এলাকার দুজন ওয়ারহাউজ ইন্সপেক্টর।

এর আগে আগুনের খবর পেয়ে অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয় তেজগাঁও, কুর্মিটোলা, বারিধারা, উত্তরা, পূর্বাচল, খিলগাঁও ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফায়ার স্টেশন। হেড কোয়ার্টারের লাইটিং ইউনিট, টিটিএল, ক্রাউড কন্ট্রোল ইউনিট, মিডিয়া সেলসহ বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৮টি ইউনিট এতে অংশগ্রহণ করে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ৬টার দিকে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে সকাল সোয়া ৯টার দিকে। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে বস্তির অনেক ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।

অগ্নিকাণ্ডের সময় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন অপারেশনাল কাজে উপস্থিত হয়ে নির্দেশনা দেন এবং গণমাধ্যম থেকে আসা সংবাদকর্মীদের অগ্নিকাণ্ডের বিষয়ে ব্রিফিং প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আহসান চৌধুরী, ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন, সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মামুন মাহমুদ, ঢাকার সহকারী পরিচালক ছালেহ্ উদ্দিন, সহকারী পরিচালক (অপারেশন) মোঃ আব্দুল হালিম, ঢাকার জোন প্রধান, বিভিন্ন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারসহ অন্যান্যরা।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
X
Fresh