• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৫:৪২
করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল
করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছে ১২ হাজার ১৪৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে শনাক্তের পরিমাণ ৩৬৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জন।

রোববার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্তের পরিমাণ ছিল ২৬১ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রামের ১১ জন ও বরিশালের ১ জন। মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ১৪৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৯৭ জন ও নারী ৩ হাজার ৩৫২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের ২ জন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh