• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদের পরদিন শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১২:০৭
ঈদের পরদিন শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ
ফাইল ছবি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও কর্মস্থলমুখী ও ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে যেতে না পারা অনেক যাত্রী আজ শনিবার (১৫ মে) বাড়ি ফিরছেন। এতে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে।

জানা গেছে, ভোর থেকে ঈদের আগে বাড়িতে যেতে না পারা যাত্রীরা শিমুলিয়া ঘাটে ভিড় জমান। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে।

এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধু যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh