• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বায়তুল মোকাররমে মাস্ক পরতে কড়াকড়ি

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১০:৫৫
বায়তুল মোকাররমে মাস্ক পরতে কড়াকড়ি
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসেছে। এসময় যাদের মুখে মাস্ক নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করেছেন মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ মে ) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর আরও চারটি জামাত হয়।

মসজিদের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা জামাতে অংশ নেন। কিছু মুসল্লিদের মাস্ক ছাড়া আসলে তাদের মসজিদ কর্তৃপক্ষ বিনামূল্যে মাস্ক দেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি।

গত ২৬ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, করোনার কারণে এবারও ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা যাবে না। মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। একই সঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে অনুরোধ জানিয়েছে সরকার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
X
Fresh