• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদে রাজধানী ছেড়েছেন ৬৫ লাখ মানুষ

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ১৯:৩৩
ঈদে রাজধানী ছেড়েছেন ৬৫ লাখ মানুষ
ঈদে রাজধানী ছেড়েছেন ৬৫ লাখ মানুষ

এবার ঈদে রাজধানী ঢাকা ছেড়েছেন ৬৫ লাখ মানুষ। দেশের একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানি আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের তথ্যভাণ্ডার ও কলপ্রবণতা বিশ্লেষণ করে এ হিসাব জানিয়েছে।

ঈদ যাত্রায় রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া মোট মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ‘ইউনিক ইউজার’দাঁড়িয়েছে ৬৫ লাখে। এর মানে হলো, এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাঁকে একজন গ্রাহক হিসেবেই গণ্য করা হয়েছে।

তবে মোবাইল ফোনের সিম ব্যবহার ধরে তৈরি করা এই হিসাবের আওতায় মুঠোফোন ব্যবহার করেন না, এমন মানুষ ও শিশুদের ধরা যায়নি। এক ব্যক্তির একাধিক মোবাইল ফোন থাকতে পারে, সেটিও এই হিসাবে বিবেচনায় নেওয়া হয়নি।

উল্লেখ্য, এবার ঢাকা ছাড়া মুঠোফোন গ্রাহকের সংখ্যাটি গত বছর করোনা ঠেকাতে দেওয়া সাধারণ ছুটির সময়কার তুলনায় কম। করোনা সংক্রমণরোধে গত বছর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর ২০ এপ্রিল পর্যন্ত ১ কোটি ১০ লাখ মুঠোফোন ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন বলে জানা গেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ ছেড়েছেন বিজয়-রাশমিকা
X
Fresh