Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি (ভিডিও)

বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার না শুক্রবার উদযাপিত হবে তা নির্ধারণে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ বুধবার (১২ মে) বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা শুরু হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা রয়েছেন।

কমিটি সভায় ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করছে। সারাদেশ থেকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পর সাংবাদিকদের সামনে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা দেবে কমিটি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এসএস

RTV Drama
RTVPLUS