• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হেফাজত নেতা জুনায়েদ-শাখাওয়াত কারাগারে

আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১৬:৫৯
ছবিতে জুনায়েদ আল হাবিব-শাখাওয়াত হোসাইন রাজী।

হেফাজতে ইসলামের সাম্প্রতিক বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব ও কেন্দ্রীয় সহকারী সচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১২ মে) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে জুনায়েদ হাবিবকে রাজধানীর ভাটারা থানার বারিধারা মাদরাসা থেকে গ্রেপ্তার করে। আর গত ১৪ এপ্রিল সন্ধ্যায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে লালবাগ থেকে ডিবির একটি টিম আটক করে।

সম্প্রতি পল্টন থানায় নাশকতা মামলা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তাদের চিহ্নিত করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh