• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘরমুখো মানুষ ঈদের পর হাসপাতালমুখো হবে: ডা. লেলিন

আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১২:৩৯
ঘরমুখো মানুষ ঈদের পর হাসপাতালমুখো হবে: ডা. লেলিন
ডা. লেলিন চৌধুরী

সরকারি বিধিনিষেধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ঈদে বাড়ি ফিরতে হবে এটাই এখন বড় চেষ্টা। এরই ধারাবাহিকতায় ঈদযাত্রায় যারা গাদাগাদি করে বাড়ি যাচ্ছেন, ঈদের পর তাদের একটা অংশ হাসপাতালে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার (১১ মে) তিনি আরটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান।

ডা. লেলিন চৌধুরী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য ঝুঁকিপূর্ণ অন্যতম জায়গা হলো বিভিন্ন ধরনের গণপরিবহন ও গণজমায়েত। এবারের ঈদযাত্রাকে কেন্দ্র করে এই দুটি বিষয়ই চূড়ান্তভাবে ঘটেছে। বিভিন্ন স্থানে ভিড়, গাদাগাদি অবস্থা, গণপরিবহন বা অন্য পরিবহনে মানুষ ঠাসাঠাসি করে যাত্রা করার ফলে এসব স্থানে করোনা সংক্রমণের জন্য অতি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রার বিষয়টি আমাদের আগে থেকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জনসাধারণের ঈদযাত্রার বিষয়টি যদি আমরা অনুমোদন করতাম, তাহলে সেই অনুযায়ী একটি স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাহলে আজ এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতো না।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh