• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১২:১৫
চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি বলেছেন, চীন থেকে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ করোনার টিকা কিনতে চায় বাংলাদেশ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার (১১ মে) সকালে নেপালকে করোনা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের খরচ আমাদেরকেই দিতে বলেছিল চীন, যেটা পৃথিবীতে বিরল। কিন্তু তখনই বাংলাদেশ জানিয়ে রেখেছিল পরবর্তীতে তাদের থেকে টিকা কেনা হবে।

অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করবো। চীনা রাষ্ট্রদূত কি বললো সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক জোট কোয়াডে যুক্ত হলে চীন বাংলাদেশ সম্পর্ক খারাপ হবে। এ জোটের সদস্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
X
Fresh