• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেতন হয়নি ৩৫ শতাংশ পোশাক কারখানায়

আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১০:১২
বেতন হয়নি ৩৫ শতাংশ পোশাক কারখানায়
ফাইল ছবি

দুই হাজার ৮১৮টি পোশাক কারখানার শ্রমিকরা এখনও গত মাসের (এপ্রিল) বেতন পাননি। গত সোমবার (১০ মে) পর্যন্ত শিল্প পুলিশের জরিপে মোট ৭ হাজার ৮৯২টি পোশাক কারখানার চিত্রে দেখা যায়, ৩৫ শতাংশ কারখানায় বেতন পাননি শ্রমিকরা। আর বোনাস দিয়েছে ৫ হাজার ২২৭টি কারখানা। অর্থাৎ ৩৩ শতাংশ কারখানায় বোনাস হয়নি।

তবে বিজিএমইএর দাবি করছে, তাদের সংগঠনের সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানার বেতন পরিশোধ হয়েছে। ৮ শতাংশ কারখানায় এখনও ঈদের বোনাস দেওয়া হয়নি।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ বলছে, যেসব কারখানা শ্রমিদের বেতন-বোনাস দেয়নি আজ মঙ্গলবারের (১১ মে) মধ্যে তারা পরিশোধ করে দেবে।

এর আগে গত ২৯ এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় মালিক-শ্রমিকরা মিলে সিদ্ধান্ত নেন, ১০ মের মধ্যে সব শ্রমিকের এপ্রিল মাসের বেতন এবং ঈদের বোনাস দিতে হবে। আরও সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির নির্দেশনা মোতাবেক অঞ্চলভিত্তিক বাই-রোটেশন ছুটির ব্যবস্থা করবে বিজিএমইএ ও বিকেএমইএ।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
৯৫ শতাংশ কারখানা বোনাস দিয়েছে  
৬০ হাজারের বেশি টাকা বেতনে চাকরি, বছরে ৩টি বোনাস
X
Fresh