• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ হওয়ার পথে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্স কোর্স

আরটিভি নিউজ ডেস্ক

  ০৫ মে ২০২১, ১০:৫৪
বন্ধ হওয়ার পথে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্স কোর্স
জাতীয় বিশ্ববিদ্যালয়

যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স কোর্স। অনার্স ও মাস্টার্স কোর্স বন্ধ করতে ২০১৯ সাল থেকে নতুন কলেজে এসব কোর্সের অনুমোদন দেয়া হচ্ছে না৷ চলতি বছর থেকে নতুন ভর্তিও বন্ধ হতে পারে৷

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি গতকাল মঙ্গলবার (৪ মে) প্রথম বৈঠক করেছে৷

বৈঠক শেষে বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘আমরা একটি প্রক্রিয়া নির্ধারণের কাজ শুরু করেছি৷ এখনো নিশ্চিত নয় যে, সব বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স বন্ধ করা হবে কিনা৷’

বেসরকারি কলেজে ১৯৯৩ সাল থেকে অনার্স ও মাস্টার্স কোর্সের অনুমোদন দেয়া হয়৷ বাংলাদেশে এখন ৩১৫টি বেসরকারি কলেজে এই কোর্স চালু আছে৷ ২০০ কলেজ সরকারি হয়ে যাওয়ায় তারা আর এর আওতায় পড়ছে না৷ কোর্সগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়৷ আর এই পর্যায়ে পাঠদানের জন্য সাড়ে চার হাজারের মতো শিক্ষক আছেন৷ কিন্তু শিক্ষকদের কেউই এমপিওভুক্ত নন৷ কলেজগুলো যে বেতন দেয়, তাই তারা পান৷ সরকারি কোনো বেতন তাদের নেই৷ ফলে করোনার কারণে তাদের অনেকেই বেতন পাচ্ছেন না৷ অনুমোদনের সময় শর্ত ছিল ওই শিক্ষকদের কলেজ থেকেই মূল বেতন দিতে হবে৷

এসব কলেজে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে তিন লাখের মতো শিক্ষার্থী আছে৷ কোর্স বন্ধ হলে তাদের কী হবে তা-ও এখনো নিশ্চিত নয়৷

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স আর ভবিষ্যতে থাকবে না৷ আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না৷ জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় হবে৷ সেখানেই উচ্চ শিক্ষা যারা নিতে চাইবেন, নিতে পারবেন৷

সূত্র: ডয়চে ভেলে

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবদাহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধ   
বিকেলে প্রো-ভিসি নিয়োগ, রাতে স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি মিজানুর রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফল প্রকাশ আগামী ১৮ মার্চ
X
Fresh