• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা

আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ১৬:০৯
ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন। তিনি বলেছেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে।

তিনি বলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন যে, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দিষ্ট করে জানিয়েছেন ১০ মে চীনের টিকা আসবে।
আরও পড়ুন... প্রকাশ্যে গুলি করে অধ্যক্ষকে খুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে- এমনটা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘কখন এবং কত ডোজ টিকা কীভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।’

মন্ত্রী বলেন, ‘চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটি চলছে যা ৫ মে শেষ হবে। এই ছুটির কারণে চীনে সবকিছু বন্ধ থাকবে।’

টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।’ সূত্র: ইউএনবি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার ম্যারাথন দৌড়
X
Fresh