• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভার্চুয়াল আদালতে ১৫ কার্যদিবসে জামিনে কারামুক্ত ২৬ হাজার

আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ১২:৪৮
ভার্চুয়াল আদালতে ১৫ কার্যদিবসে জামিনে কারামুক্ত ২৬ হাজার
ভার্চুয়াল আদালতে ১৫ কার্যদিবসে জামিনে কারামুক্ত ২৬ হাজার

সারাদেশে নিম্ন আদালতে ১৫ কার্যদিবসে ২৬ হাজার ৩০৮ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। করোনা সংক্রমণরোধে ভার্চুয়ালি আবেদনের শুনানিতে তাদের এই আদেশ দেন আদালত।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার (৪ মে) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি চলছে।

এই সময়ে মোট ৪৮ হাজার ৭৯৪টি আবেদন নিষ্পত্তি করে আদালত তাদের জামিন দেন। এর মধ্যে গতকাল সোমবার (৩ মে) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৫৬৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৭১৪ জন হাজতি ও অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হন।

আদালত সূত্রে জানা গেছে, ভার্চুয়াল আদালত শুরুর ১৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৪৮ হাজার ৭৯৪টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ২৬ হাজার ৩০৮ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনে কারামুক্ত হয়েছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ হাজার ছাড়ালো
X
Fresh