• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাজারে আসছে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট

আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ২১:০৭
ফাইল ছবি

ঈদ সালামি কিংবা বকশিশ, ফিতরা কিংবা দান-খয়রাতেও নতুন টাকার ব্যবহার দেখা যায়। ঈদের কেনাকাটাতেও বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। আর এ চাহিদাকে প্রাধান্য দিয়েই প্রতি বছর নতুন টাকা ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময় বন্ধ রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। এবার কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা বাজারে ছেড়েছে বেশ কিছুদিন আগেই।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, তিন মাসে বাজারে মোট ১৪ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার টার্গেট রয়েছে।ইতোমধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে চলে এসেছে।

তবে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় ঈদের আগেই বাজারে নতুন টাকা ছাড়া হলেও এবার নতুন টাকার সবটাই ব্যাংকের মাধ্যমেই বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, তিন মাসে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার টার্গেট নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে এসেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh