• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আজও বৃষ্টি হতে পারে

আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১২:১৬
ছবি সংগৃহীত।

অনেকদিন ধরেই দেশজুড়ে দাবদাহ বয়ে যাচ্ছিল। মাঝে মাঝে কালবৈশাখীর হলেও বৃষ্টির দেখা মিলছিল না কিছুইতেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশের ১৮টি অঞ্চলে বৃষ্টি হয়েছে।

আজও দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার (৩ মে) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী তিনদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, পাবনা, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ স্থান থেকে প্রশমিত হতে পারে।

আর দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh