• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইফতারের দোকানে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি! (ভিডিও)

খান আলামিন

  ০১ মে ২০২১, ১৬:০০

দোকানপাট খুলেছে, পাড়া-মহল্লা, অলি-গলিতে মানুষের আনাগোনা বেড়েছে। তারপরও জমছে না রাজধানীর ইফতার বাজার। বেশিরভাগ দোকানেই ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। অবশ্য মাঝে মাঝে কোনও কোনও দোকানে কিছুটা ভিড়ও লক্ষ্য করা গেছে। এদিকে অন্য সব জায়গার মতো ইফতার বাজারেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

ইফতারের পসরা সাজিয়েছেন ঠিকই। কিন্তু যাদের জন্য এত সব আয়োজন তাদের উপস্থিতি হতাশাজনক। দোকানপাট খুলেছে। মার্কেট, পাড়া-মহল্লা, অলি-গলি সব জায়গাতেই মানুষের আনাগোনা বেড়েছে। কিন্তু বাড়েনি ইফতার বিক্রেতাদের ব্যস্ততা।

কখনো-সখনো কোনও কোনও দোকানে কিছুটা ভিড় দেখা গেলেও তা অবশ্য খুব বেশি স্থায়ী নয়। বেশিরভাগ সময়ই ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যাই বেশি। বাহারি ইফতারের শেষ নেই। ভাজা-পোড়া থেকে শুরু করে দামি খাবার। কিন্তু বিক্রির ভাটায় মাথায় হাত বিক্রেতাদের।

বিক্রেতারা বলছেন, অন্যান্যবার ইফতারে বিশ-ত্রিশ হাজার টাকার বিক্রি হতো। এখন তো চার-পাঁচ হাজার টাকাও বিক্রি হয় না। আবার কেউ বলছেন, গতবার দোকান বন্ধ ছিল। এবার খোলা হয়েছে ঠিকই কিন্তু কোনও ক্রয়-বিক্রয় নেই।

এদিকে করোনার ভয়াবহতা সত্ত্বেও সব জায়গায়ই স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ব্যতিক্রম নয় ইফতার বাজারও।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
আ.লীগের একমাত্র ভয়ের কারণ বিএনপি : রিজভী
ইফতারে বানিয়ে নিতে পারেন টকদইয়ের কাস্টার্ড
X
Fresh