• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেশে করোনায় এ পর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ২১:৫৩
দেশে করোনায় এ পর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু
দেশে করোনায় এ পর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫৫ জন চিকিৎসক মারা গেছেন। দুই হাজার ৯১১ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট মোট আট হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার (৩০ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ এপ্রিল দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয়েছিল। ওই বছরের জুন মাসে করোনাভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ ৪৫ জন চিকিৎসক মারা যান। সেপ্টেম্বর মাস থেকে চিকিৎসকদের মৃত্যুর হার কিছুটা কমে। যদিও গত বছর করোনায় আক্রান্ত হয়ে মোট ১২৫ চিকিৎসকের মৃত্যু হয়।

‘চলতি বছরের এপ্রিল মাসে আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পাঁচ চিকিৎসক। ফেব্রুয়ারিতে মারা যান একজন। মার্চে মারা যান তিনজন। চলতি মাসে সবচেয়ে বেশি ২১ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ১৫৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে।’

সংগঠনটির হিসেব মতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অবস্থান। এসব বিভাগে ১০৫ জন চিকিৎসক মারা গেছেন। বাকিরা রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের। এ পর্যন্ত আক্রান্ত নার্সের সংখ্যা দুই হাজার। এছাড়া আরও তিন হাজার ২৯৬ জন স্বাস্থ্যকর্মীসহ করোনায় মোট আট হাজার ২০৭ জন সংক্রমিত হয়েছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী 
দেশে করোনার নতুন ধরন শনাক্ত
X
Fresh