• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হেফাজত নেতা মাহমুদ হাবিবী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১১:৩২
হেফাজত নেতা মাহমুদ হাবিবী গ্রেপ্তার
ফয়সাল মাহমুদ হাবিবী

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ গ্রেনেড ভেবে পুলিশে ফোন, পরে জানা গেলো সেক্স টয়!

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও নাশকতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার আসামি তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে গত ২৬ ও ২৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবে ১৭ জন নিহত হন। এছাড়া থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে শতাধিক মামলায় প্রায় এক হাজার জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে মামুনুল হকসহ হেফাজতের নেতৃত্ব পর্যায়ের অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুনঃ

শুনানি হচ্ছে না আনভীরের জামিন আবেদন


আমেরিকায় দেহ দান করেছেন এস আই টুটুল

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি
X
Fresh