• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরমানিটোলায় অগ্নিকাণ্ড : চলে গেলেন আশিকুর, লাইফ সাপোর্টে স্ত্রী

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ০৯:৪৪
আরমানিটোলায় অগ্নিকাণ্ড : চলে গেলেন আশিকুর
ফাইল ছবি

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে আগুন লাগার ঘটনায় আশিকুর রহমান (৩২) নামে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল।

বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, লাইফ সাপোর্টে ছিলেন আশিকুর। তার বাহ্যিক কোনও দগ্ধ ছিল না। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। এ ঘটনায় হাসপাতালে দুজন মারা গেলেন।

এর আগে রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাফায়াত হোসেন (৩২) নামে একজন মারা যান। শাফায়াতের শ্বাসনালীসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুনঃ গ্রেনেড ভেবে পুলিশে ফোন, পরে জানা গেলো সেক্স টয়!

আশিকুরের বিয়ে হয়েছিল দেড় মাস আগে। তার স্ত্রীও দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh