• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইফতারের সময় মিলনমেলায় রূপ নেয় কারওয়ান বাজার (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ০৯:৫৮
ইফতারের সময় মিলনমেলায় রূপ নেয় কারওয়ান বাজার
ইফতারের সময় মিলনমেলায় রূপ নেয় কারওয়ান বাজার

বেচা-বিক্রিতে প্রতিযোগিতা থাকেই। কিন্তু ইফতারের সময় যখন ঘনিয়ে আসে তখন মিলনমেলায় পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার। ব্যবসায়ী ও শ্রমিকরা মিলে খেজুর, ছোলা, মুড়ি, শরবত ও বাহারি ফল নিয়ে তাদের ইফতারের আয়োজন দেখলে মনে হয় যেন তারা একটি পরিবার।

ক্রেতা-বিক্রেতা, মিন্তি আর পণ্য পরিবহন শ্রমিকদের কর্ম ব্যস্ততায় কারো যেন দম ফেলার সময় নেই রাজধানীর কারওয়ান বাজারে। তবে রমজানে ইফতারের ঠিক আগ মুহূর্তে একেবারেই বদলে যায় বাজারের চিরচেনা চিত্র। চারদিকে শুনশান নীরবতা। কাজ বাদ দিয়ে সবাই বসে যান ইফতার প্রস্তুতিতে।

ইফতারকে ঘিরে কারওয়ান বাজার যেন পরিণত হয় এক মিলনমেলায়। এখানে ভেদাভেদ থাকে না দোকান মালিক কিংবা শ্রমিকের মাঝে।

একসঙ্গে ইফতার করছেন এরকম একজন বলেন, রোজা রাখার পর সবাই একসঙ্গে ইফতার করতেছি। সবাই তো সবসময় আর একত্র হতে পারি না। অন্য এক ব্যবসায়ী বলছেন, সারাদিন ব্যবসা করার পর এখন একসঙ্গে ইফতার করতেছি, খুব মজা লাগতেছে।

তবে বাইরে ইফতার করতে গিয়ে পরিবারের সদস্যদেরও স্মরণে রাখেন তারা। সারাদিনের শ্রম-ঘাম-ত্যাগ সবই তো পরিবারের মঙ্গলের জন্যেই।

এ বিষয়ে কারওয়ান বাজারের শ্রমিক বশির আহমেদ বলেন, ফলমূল খাওয়ার সময় সন্তানদের কথা মনে পড়ে।

ইফতারের পর মাগরিবের নামাজ শেষে ফের পুরনো চেহারায় ফেরে কাওরান বাজার। ফের কাজের মাঝে ডুবে যান সবাই।
এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
ঈদের পর কারওয়ান বাজার স্থানান্তর কাজ শুরু হবে
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে আজ
X
Fresh