• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুনিয়ার ফ্ল্যাটে ছয় ডায়েরি পেয়েছে পুলিশ 

আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ২০:৩৭
মুনিয়ার ফ্ল্যাটে ছয় ডায়েরি পেয়েছে পুলিশ 
ফাইল ছবি

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ফ্ল্যাট থেকে ছয়টি ডায়েরি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় এক গণমাধ্যমকে জানান, ওই তরুণীর মরদেহ উদ্ধারের পর সেখান থেকে ৬টি ডায়েরি পাওয়া যায়। এসব ডায়েরির লিখাগুলো যাচাই করা হচ্ছে।

তিনি জানান, ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া ডায়েরির সঙ্গে সেগুলো যাচাই চলছে।

তিনি আরও জানান, আপাতত হ্যাংগিং মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ১২০ নম্বর রোডের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মধ্যরাতে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মুনিয়ার মরদেহ কুমিল্লায় নিয়ে মঙ্গলবারই দাফন করেছেন স্বজনরা।

মুনিয়া ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। তার পরিবার সেখানেই থাকে। তিনি ঢাকায় গুলশানে ওই ফ্ল্যাটে একাই থাকতেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh