• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মামুনুলের ব্যাংক হিসেবে ৬ কোটি টাকার লেনদেন: ডিবি

আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ১৫:১১
মামুনুলের ব্যাংক হিসেবে ৬ কোটি টাকার লেনদেন: ডিবি
হেফাজতে ইসলামের যুগ্ম মহসচিব মামুনুল হক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ডিএমপির হেডকোয়ার্টারে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাফিজ আক্তার আরও বলেন, হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবসহ কয়েক নেতার বৈঠক হয়। সেই বৈঠকে আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীকে আমির করার পরিকল্পনা হয়।

গত শনিবার (২৪ এপ্রিল) গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সারা দেশে কোন মাহফিলে কে ওয়াজ করবেন, সেটাও রাবেতাতুল ওয়ায়েজীন নামের হেফাজতে ইসলামের নেতাদের গড়া সংগঠনটি নিয়ন্ত্রণ করতেন। হেফাজতের উগ্রপন্থী নেতারা ওই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছে। কোথাও কোনো ওয়াজ মাহফিল করতে হলে তাদের মাধ্যমে আসতে আয়োজকদের বাধ্য করা হতো।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
ছোটবেলার থাপ্পড়ের প্রতিশোধ নিতে আফিলকে হত্যা করেন পুলক
ডিবি অফিসে মুখোমুখি জবির দুই শিক্ষক, যা বললেন সেই ছাত্রী
X
Fresh