• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

লকডাউনের সময় বাড়ানো হলো যে কারণে

আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৫:১৫
লকডাউনের সময় বাড়ানো হলো যে কারণে
লকডাউনের সময় বাড়ানো হলো যে কারণে

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে লকডাউনের সময় আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় কারিগরী কমিটির পরামর্শক্রমে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শক্রমে লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। টেকনিক্যাল কমিটি বলছে ভাইরাসের যে চেইনটি কাজ করছে, লকডাউন অব্যাহত রাখা গেলে সেটি এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে

প্রতিমন্ত্রী আরও বলেন, এই পরামর্শ বিবেচনায় রেখে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতিতে রয়েছে। কিন্তু চলমান লকডাউনের কারণে আমরা ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছি। আমরা মনে করছি এই ধারা অব্যাহত রাখা গেলে সংক্রমণের নিম্নগতি নিশ্চিত করা যাবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ সোমবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

আরও পড়ুনঃ মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর ( ভিডিও)

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চলমান লকডাউন ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত চলার কথা ছিল। তার দুদিন আগেই জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ আমলে নিয়ে আজ লকডাউন একসপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুনঃ আমাকে হেনস্তার পর হাত বাড়ায় আমার মেয়ের দিকে: বাঁধন

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে। জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ইফতার পার্টি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
যে কারণে এড়িয়ে যাবেন মসলাদার ভাজা খাবার
যে কারণে রমজানের চাঁদ দেখবেন
যে কারণে সিদ্ধান্ত থেকে সরে এলো কোয়াব
X
Fresh