• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জরুরি বৈঠকে হেফাজত নেতারা

আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১৯:০৪
জরুরি বৈঠকে হেফাজত নেতারা
জরুরি বৈঠকে হেফাজত নেতারা

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের পর জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সংগঠনটির নেতারা।

এর আগে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হলেও আজ (রোববার) দুপুরে মামুনুল হক গ্রেপ্তারের পর সন্ধ্যায় অনলাইনে বৈঠক করার সিদ্ধান্ত নেন দলটির নেতারা।

হাটহাজারী মাদরাসার এক হেফাজত নেতা নাম প্রকাশ না করে রোববার (১৮ এপ্রিল) ইফতার শেষে বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা না বললেও জানা গেছে, হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।

নারায়ণগঞ্জে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর থেকে হেফাজতের কর্মকাণ্ডে নাখোশ সরকার। স্থানীয় থেকে মধ্যমসারির নেতাদের শুরু করে সর্বশেষ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করছে সরকার। এ পরিস্থিতিতে দলের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি হেফাজত কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে নাকি সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের ধকল সামলাবেন, সেসব বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠকে মন্ত্রীরা
X
Fresh