• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কবরী এদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন: তাপস

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ০৯:৫০
কবরী এদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন: তাপস
কবরী এদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন: তাপস

ঢাকা সিনেমার 'মিষ্টি মেয়ে'। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, কবরী এদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন। তিনি একজন দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একজন মানুষ।

তাপস আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে কলকাতায় বিভিন্ন অনুষ্ঠান ও সভায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন কবরী।

শোকবার্তায় শেখ ফজলে নূর তাপস মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী আর নেই। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান কবরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন কবরী আপা (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন..)।

এমআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা
সামিরা খান মাহির এ কী হাল!
কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে সম্বোধন, বিপাকে কংগ্রেস নেত্রী
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে শাশুড়ির সঙ্গে হোলি খেললেন ঐশ্বরিয়া
X
Fresh