• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আব্দুল মতিন খসরুর মরদেহ

আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১০:১২
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আব্দুল মতিন খসরুর মরদেহ
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মরদেহ তার প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে নেওয়া হয়।

এখানে সকাল ১০টায় আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা হবে। এর আগে সকালে বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টে জানাজা শেষে তার মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে তার মরদেহ।

এর আগে বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মতিন খসরু।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বারের দায়িত্ব নিচ্ছেন ব্যারিস্টার খোকন
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি
সুপ্রিম কোর্ট ভবনের ছাদ চুয়ে পানি, বিচারকাজে বিঘ্ন
জামিন পেলেন ব্যারিস্টার কাজল 
X
Fresh