• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সারা দেশে চৈত্রের তাপ, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে

আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১২:৩৬
প্রতীকী ছবি।

সারা দেশের বেশির ভাগ অঞ্চলে চৈত্রের তাপে মানুষের জনজীবনে নাস্তানাবুদ অবস্থা। এই গরমে বাইরে কাজ করা মানুষরা পড়েছেন বিপদে। কিছু কিছু এলাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে গেছে। উত্তরের রাজশাহী, রাঙ্গামাটি অঞ্চলে রোদের তাপে কঠিন হয়ে পড়েছে মানুষের চলাফেরা করা।

এরই মধ্যে মঙ্গলবার (১৩ এপ্রিল) আগামী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গেলো ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ এলাকায় গড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা ছিল।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বিভাগে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
টানা তিন দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
সুখবর নেই আবহাওয়ার পূর্বাভাসে
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
X
Fresh