• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

যতদিন ব্যাংক বন্ধ, ততদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ২০:৫১
যতদিন ব্যাংক বন্ধ, ততদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংক বন্ধ ঘোষণা করায় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, যতদিন ব্যাংক বন্ধ থাকবে ততদিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

সোমবার (১২ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে আড়াই ঘণ্টার লেনদেন চলছে। মঙ্গলবারও বাজারে আড়াই ঘণ্টা লেনদেন হবে। এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ ব্যাংক বন্ধের কারণে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

মোহাম্মদ রেজাউল করিমের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারে লেনদেন চালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।’

এমআই/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষুদ্র ঋণের অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ
মার্চের ১৫ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
রমজানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন পদ্মার আমানতকারীরা
X
Fresh